SP Enterprise

Refund, Replacement & Warranty Policy

আমাদের প্রতিষ্ঠানে ক্রেতাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার লক্ষ্যে নিচের নীতিমালা অনুসরণ করা হয়:
পণ্য ক্রয়ের সময়:
  • শপ থেকে পণ্য ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই বিক্রয়কর্মীর সামনে পণ্য চেক করে ক্রয় করতে হবে।
  • ক্রয়ের পর কোনো সমস্যা হলে, পণ্য ওয়ারেন্টির আওতাভুক্ত হলে সেই অনুযায়ী সেবা প্রদান করা হবে।
রিপ্লেসমেন্ট নীতি:
  • রিকন্ডিশন মেশিনের জন্য ৭ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া হবে। তবে কোনো ধরনের ফিজিক্যাল ড্যামেজ (ভাঙা, স্ক্র্যাচ, পানির ক্ষতি ইত্যাদি) এই গ্যারান্টির আওতায় পড়বে না।
  • নতুন মেশিনে কোনো রিপ্লেসমেন্ট সুবিধা নেই। তাই ক্রয়ের পূর্বে পণ্য সম্পূর্ণ বুঝে কিনতে অনুরোধ করা হচ্ছে।
ওয়ারেন্টি শর্তাবলী:
  • ইঁদুর বা পোকামাকড়ের দ্বারা তার কাটা, ফিজিক্যাল ড্যামেজ বা দুর্ঘটনাজনিত ক্ষতির ক্ষেত্রে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।
  • মেশিন ক্রয়ের পর অননুমোদিত প্রতিষ্ঠান থেকে টোনার কার্টিজ, যন্ত্রাংশ বা সার্ভিস গ্রহণ করলে অফিসিয়াল ওয়ারেন্টি বাতিল হবে।
সার্ভিস গ্রহণের শর্ত:
  • সার্ভিস গ্রহণের সময় অবশ্যই ক্রয়ের পেমেন্ট ভাউচার এবং ওয়ারেন্টি কার্ড প্রদর্শন করতে হবে।
  • ওয়ারেন্টি আওতাধীন অবস্থায় কোনো যন্ত্রাংশ পরিবর্তন বা সংযোজন করলে, সেই যন্ত্রাংশের মূল্য ক্রেতাকে পরিশোধ করতে হবে। তবে সার্ভিসিং এর জন্য কোনো সার্ভিস চার্জ নেওয়া হবে না।
  • মেশিন সার্ভিসের জন্য টেকনিশিয়ান যাওয়ার ক্ষেত্রে যাতায়াত ভাড়া ক্রেতাকে বহন করতে হবে।

Our company adheres to the following policies to guarantee the best possible service for our valued customers:

During Product Purchase:
  • Customers must check the product in front of the sales representative before purchase.
  • After purchase, any issue will be resolved according to the product’s warranty coverage.
Replacement Policy:
  • Reconditioned machines come with a 7-day replacement guarantee. No physical damage (breakage, scratches, water damage, etc.) will be covered.
  • No replacement facility for new machines. Customers are advised to fully verify the product before purchase.
Warranty Terms:
  • Warranty does not cover damages caused by rodents, insects, physical damage, or accidental harm.
  • Official warranty will be void if toner cartridges, parts, or services are taken from unauthorized providers.
Service Terms:
  • Customers must show the payment voucher and warranty card while claiming any service.
  • During warranty coverage, any parts replacement or addition will be billed to the customer. No service charge will apply.
  • Customers must bear the travel expenses of the technician for on-site service visits.
Scroll to Top